ল্যাপারস্কপিক সার্জন ডা. হানিফ ইমন আর নেই

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-10 11:00:00
ল্যাপারস্কপিক সার্জন ডা. হানিফ ইমন আর নেই

ল্যাপারস্কপিক সার্জন ডা. মো. হানিফ ইমন

না ফেরার দেশে চলে গেলেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হানিফ ইমন। শনিবার রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারেকুল ইসলাম তারেক।  
 

তিনি জানান, ডা. মো. হানিফ ইমন স্যারকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অত্যন্ত ভাল মানুষ এবং অভিজ্ঞ ল্যাপারস্কপিক সার্জন ছিলেন তিনি। অল্প দিনেই যশোর অঞ্চলের রোগীদের কাছে প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। শিক্ষক হিসেবে তিনি খুবই অভিজ্ঞ ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।  

 

ডা. হানিফ ইমন একই সাথে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করতেন। 
 

১৯৮৪ সালে কুমিল্লা শহরের ধানমন্ডীরোড কালিয়াজুরীতে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন। মাতা মোসাম্মাৎ নাছিমা বেগম। ২০০০ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে প্রথম বিভাগ পেয়ে এসএসসি পাশ করেন। ২০০২ সালে  কুমিল্লা সরকারি ভিক্টরিয়া কলেজ থেকে প্রথম বিভাগে এইসএসসি পাশ করেন। ২০০৮ সালের জুলাইয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এরপর ২০২২ সালে সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ইউরোলজি এবং অর্থোপেডিক্স’র ওপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। স্ত্রীও ডাক্তার। তিনি সেনাবাহিনীতে দায়িত্বপালন করেন। দুটি সন্তান রয়েছে। 

 

এই গুণী শিক্ষক এবং চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। 


আরও দেখুন: