আকস্মিক ওসমানী মেডিকেল পরিদর্শনে ডা. শফিকুর রহমান

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-06 15:07:00
আকস্মিক ওসমানী মেডিকেল পরিদর্শনে ডা. শফিকুর রহমান

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) পরিদর্শন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) পরিদর্শন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৬ নভেম্বর) আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ স্মৃতি বিজড়িত কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও লেকচার গ্যালারি ঘুরে দেখেন তিনি। এ সময় ছাত্রজীবনের বিভিন্ন ঘটনা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন। এছাড়াও পরিদর্শনে গিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

 

সিওমেক সূত্র জানান, বুধবার (৬ নভেম্বর) ক্যাম্পাস  ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান, প্রিন্সিপাল ডা. জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির ও উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। 

 

 

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস-চেয়ারম্যান, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়েছ আহমেদ চৌধুরী, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আবুল হাশেম, কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. জাহিদ হোসাইন, ওসমানী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. সালেহ আহমদ শাহীন, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা নাঈম, ক্যাজুয়াল্টি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আহমেদ নাসিম হাসান লাভলু, শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ সোহেল, নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. জহিরুল ইসলাম লুকু, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম টিটু, অর্থোপেডিক্স বিভাগের এফসিপিএস ট্রেইনী ডা. সৈয়দ তানযীম উল হক, মেডিসিন বহির্বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুল মুঈদ রবিন, নাক-কান-গলা বিভাগের রেসিডেন্ট ডা. এনামুল ইসলাম সহ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন.ডি.এফ)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  


আরও দেখুন: