গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়াল ঔষধ শিল্প সমিতি
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)।
রাজধানীর সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় ওষুধ, পথ্য, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছে তারা।
বাপির সভাপতি আবদুল মুক্তাদির এবং সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ছাড়াও সম্প্রতি ফেনীসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্রদের স্থাপিত ‘ত্রাণ সহায়তা কেন্দ্র’ এ ছয় ট্রাক শুকনা খাবার, ওষুধ দিয়ে সহযোগিতা করা হয়েছে।
বাপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর জেনারেল (অব.) মো. মুস্তাফিজুর রহমান জানান, বাপি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ২ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ১৩৪ টাকা সহায়তা দিয়েছে।