জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-02 12:43:00
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় শনিবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় শনিবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে "এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন, চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণে স্পন্দন'। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। 

 

র‍্যালি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড-ব্যানার ছিল।

 

এরপর সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 'এ' ব্লকের "অডিটরিয়াম"-এ 'উদ্বোধনী অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের 'শুভ উদ্বোধন' করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

 

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মো. জয়নুল ইসলাম এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাসিন মুকরামিন আজমাইন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারীসহ চিকিৎসক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সন্ধানীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আরও দেখুন: