অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে এনডিএফ এর শোক
অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে এনডিএফ এর শোক
প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। বৃহস্পতিবার সন্ধায় সংগঠনের কেন্দ্রীয় অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়াও শোকবার্তায় নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, দোয়া করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের ফাদার অফ হেপাটোলজি খ্যাত অধ্যাপক ডা. মবিন খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমমের নামাজে জানাযা শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় বিএসএমএমইউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।