অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে বিএসএমএমইউ ভিসির শোক

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-31 20:39:00
অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে বিএসএমএমইউ ভিসির শোক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি (লিভার) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি (লিভার) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বিএসএমএমইউর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

 শোক বার্তায় আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন করেছেন ভিসি। 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের ফাদার অফ হেপাটোলজি খ্যাত অধ্যাপক ডা. মবিন খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

 

তিনি বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

 

মরহুমমের নামাজে জানাযা শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় ব্সিএমএমইউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। 

 

প্রখ্যাত চিকিৎসক ও গুণী শিক্ষক অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। তিনি লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তাঁর অসামান্য অবদান রয়েছে।  


আরও দেখুন: