নিউরোসায়েন্সেস হাসপাতালে যাত্রা শুরু করল ‘পেইন ক্লিনিক’

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-31 11:05:00
নিউরোসায়েন্সেস হাসপাতালে যাত্রা শুরু করল ‘পেইন ক্লিনিক’

কেক কেটে পেইন ক্লিনিকের উদ্বোধন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের অধীনে যাত্রা শুরু করেছে পেইন ক্লিনিক। দীর্ঘস্থায়ী কিংবা যেকোনো ব্যথার রোগীদের বাড়তি সেবার জন্য এ কার্যক্রম চালু করা হয়।

 

বৃহস্পতিবার সকালে হাসপাতালের ১১১ নম্বর কক্ষে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেইন মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম আখতারুজ্জামান, নিউরোসায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম, পেইন মেডিসিন বিভাগের ইনচার্জ ডা. মো. শামসুল আরেফীন।

 

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ব্যথা কমানোর জন্য রোগীরা নানা ধরনের ওষুধ সেবন করেন। কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলে না। এমনকি অনেকে বিকলাঙ্গের শিকার হন। এছাড়া ক্যানসারে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ব্যথা অনুভব করেন। রোগীদের এসব সমস্যা সমাধানের জন্যই মূলত পেইন ক্লিনিকের কার্যক্রম শুরু করেছে নিউরোসায়েন্সেস হাসপাতাল।

 

এ প্রসঙ্গে ডা. আরেফীন বলেন, অনেকেই হাঁটু-কোমরসহ বিভিন্ন ব্যথায় ভোগেন। এক্ষেত্রে ওষুধ খেলে কিছুটা কমে। কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা না পাওয়ায় রোগীরা সেরে ওঠেন না। এমন রোগীদের জন্য চালু করা হয়েছে পেইন ক্লিনিক। আমাদের অন্যতম উদ্দেশ্য হলো তাদের যথাযথ সেবা দেয়া। আশাকরি এর মাধ্যমে উপকৃত হবেন সর্বমহলের মানুষ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউরো এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইমরান সরকার, ডা. মনিরুজ্জামান প্রিন্সসহ বিভাগীয় চিকিৎসকগণ।


আরও দেখুন: