নিউরোসায়েন্সেস হাসপাতালে যাত্রা শুরু করল ‘পেইন ক্লিনিক’

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-31 11:05:00
নিউরোসায়েন্সেস হাসপাতালে যাত্রা শুরু করল ‘পেইন ক্লিনিক’

কেক কেটে পেইন ক্লিনিকের উদ্বোধন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের অধীনে যাত্রা শুরু করেছে পেইন ক্লিনিক। দীর্ঘস্থায়ী কিংবা যেকোনো ব্যথার রোগীদের বাড়তি সেবার জন্য এ কার্যক্রম চালু করা হয়।

 

বৃহস্পতিবার সকালে হাসপাতালের ১১১ নম্বর কক্ষে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেইন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আ হ ম আখতারুজ্জামান, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বজলুর রশিদ, ডা. সামসুল আরেফিনসহ বিভাগীয় চিকিৎসকগণ।

 

এ সময় চিকিৎসকরা বলেন, ব্যথা কমানোর জন্য রোগীরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন। কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলে না। এমনকি অনেকে বিকলাঙ্গের শিকার হন। এছাড়া ক্যানসারে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ব্যথা অনুভব করেন। রোগীদের এসব সমস্যা সমাধানের জন্যই মূলত পেইন ক্লিনিকের কার্যক্রম শুরু করেছে নিউরোসায়েন্সেস হাসপাতাল।

 

পেইন ক্লিনিকের যাত্রা প্রসঙ্গে ডা. সামসুল আরেফিন বলেন, শারীরিক বিভিন্ন ব্যথা দূর করতে বেশিরভাগ মানুষ বিদেশে যান। এতে মোটা অংকের টাকা খরচ হয়। অনেকে আবার গ্রামগঞ্জ থেকে আমাদের কাছে ছুটে আসেন। তাদের কষ্ট লাঘবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল প্রশাসনের সহায়তায় আমরা পেইন ক্লিনিকের উদ্বোধন করেছি। আশাকরি আমাদের সেবা পেয়ে রোগীরা অনেক খুশি হবেন। 


আরও দেখুন: