বেসরকারি মেডিকেল ও ডেন্টালে মানোন্নয়ন-স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মাহবুবা বিলকিসের সই করা এক অফিস আদেশে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহের একাডেমিক, প্রশাসনিক ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিম্নোক্তভাবে পরিদর্শন ও মনিটরিং কমিটি নির্দেশক্রমে গঠন করা হলো।
কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেব দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) ও উপ-সচিব। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বেসিক বিষয়ের একজন অধ্যাপক।