বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় ২ কোটি টাকা বরাদ্দ পেল বিএসএমএমইউ

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-28 12:49:00
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় ২ কোটি টাকা বরাদ্দ পেল বিএসএমএমইউ

বৈষম্যবিরোধী আন্দোলন: আহতদের চিকিৎসায় ২ কোটি টাকা বরাদ্দ পেল বিএসএমএমইউ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বরাদ্দকৃত অর্থ মেডিকেল টেস্ট ফি, ওষুধ ও আহত রোগীদের খাবার ক্রয় বাবদ ব্যয় করা হবে।

 

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, জুলাই-আগস্টের বিদ্রোহে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ২ কোটি টাকা বরাদ্দ দাবি করেছে। সেই অনুযায়ী, গত ২৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বরাদ্দ মঞ্জুর করেছে। এই অর্থ বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছাত্রজনতার জন্য ব্যয় হবে।  

 

বরাদ্দকৃত অর্থের মধ্যে ৪৫ লাখ টাকা ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালের একটি ভবনের দুটি তলার সব কেবিন সংস্কারে ব্যয় করা হবে। তাছাড়া ওষুধ, ল্যাবরেটরি পরীক্ষা, ইমপ্লান্ট বা ডিভাইস, প্রসিডিউর এবং আহত রোগীদের পথ্য বাবদ ১ কোটি ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।  

 

ছাত্র আন্দোলনে আহত সকলের ডাটাবেস তৈরি এবং ওয়েবভিত্তিক অনলাইন তথ্য যাচাইয়ের সুবিধার জন্য ১০ লাখ টাকা, ফিজিওথেরাপির জন্য ২০ লাখ টাকা, সাইকোথেরাপির জন্য ১০ লাখ টাকা এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক খরচ বাবদ ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

 

অর্থ মন্ত্রণালয় আহতদের জন্য তিন মাস চুক্তিতে দুজন ফিজিওথেরাপিস্ট নিয়োগের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি তিন মাসের জন্য দুই জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ বাবদ আরও ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।  

 

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আন্দোলনে আহত ও শহীদ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য বিশেষ সেল গঠন করেছে।


আরও দেখুন: