৪টি সরকারি মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ
৪টি সরকারি মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ
দেশের ৪টি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। চারটি মেডিকেল হলো- দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও নেত্রকোণা মেডিকেল কলেজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগ পেলেন যারা হয়েছে, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একই মেডিকেলের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সেখ সাদেক আলীকে, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একই মেডিকেলের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম কামরুল হাসানকে, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একই মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যক্ষ ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ও নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একই মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল হাসানকে।