স্বাস্থ্য অধিদফতরে চিকিৎসকদের ওপর ড্যাবের হামলা, আহত ২ জন
স্বাস্থ্য অধিদফতরে চিকিৎসকদের ওপর ড্যাবের হামলা, আহত কয়েকজন
নিজেদের আধিপত্য বিস্তারে অরাজনৈতিক চিকিৎসক-কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন 'ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব' সদস্যরা। এতে আহত হয়েছেন দুই চিকিৎসক।
সোমবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের সামনে এ হামলা চালানো হয়। আহতদের একজন হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান হোসাইন। তিনি ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ'র সদস্য। অন্যজনের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ লাইন ডিরেক্টরদের অপসারণের দাবিতে ২০ আগস্ট কর্মসূচি পালন করে ড্যাব। তবে নিয়োগ বহাল রেখে স্বাভাবিক কার্যক্রম চান বৈষম্যবিরোধী চিকিৎসকরা।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে কর্মস্থলে শান্তিপূর্ণ অবস্থান নেন নির্দলীয়রা। বেলা বাড়তেই দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী চিকিৎসক-কর্মকর্তাদের ওপর হামলা চালান বিএনপিপন্থীরা। এতে দুজন আহন হন।
ডানপন্থী চিকিৎসকরা জানান, স্বৈরশাসকের পতন হতেই সক্রিয় হয়ে ওঠেন বিএনপি সমর্থিত চিকিৎসকরা। একই সঙ্গে স্বাস্থ্যসেবা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ার দখলে নামেন তারা। এজন্য সাম্প্রতিক স্বাস্থ্যের মহাপরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগ হলেও মানতে পারছেন না। এমনকি অরাজনৈতিক-সৎ চিকিৎসক-কর্মকর্তাদের স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কোণঠাসা করে রেখেছেন। মূলত নিজেদের সমর্থক ছাড়া অন্য কাউকে পদে দেখতে চান না বিএনপিপন্থীরা।
আহত ডা. ইমরান বলেন, স্বাস্থ্য অধিদফতরের সামনে সকাল ৮টা থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই। বেলা ১১টার দিকে হঠাৎ বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালান ড্যাবের বিএনপিপন্থী চিকিৎসকরা। তাদের সঙ্গে ছাত্রদল-যুবদলসহ চিহ্নিত কিছু সন্ত্রাসীও ছিলেন। হামলায় আমাদের একজন চিকিৎসক গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ভুত পরিস্থিতি সমাধানে বৈঠকে বসতে সম্মত হয়েছেন ড্যাব ও এনডিএফ নেতারা।
এর আগে, রোববার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দিনব্যাপী বিক্ষোভ-সমাবেশে করে ড্যাব। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ লাইন ডিরেক্টরদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণ দাবি করেন তারা।