নিজ দলের না হলেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দিচ্ছে ড্যাব, চিকিৎসকদের ক্ষোভ

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-21 10:55:00
নিজ দলের না হলেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দিচ্ছে ড্যাব, চিকিৎসকদের ক্ষোভ

সোমবার (২১ অক্টোবর) সকালে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন

নিজ দলের না হলেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দিচ্ছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ চিকিৎসকরা। সোমবার (২১ অক্টোবর) সকালে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। 

 

সাধারণ চিকিৎসকদের মতে, আওয়ামী সরকারের সময়ে পিঠ বাঁচিয়ে চলা সংগঠনের নেতারা এখন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চরমভাবে ‘চেয়ার দখলের যুদ্ধে’ শুরু করেছে। স্বাস্থ্য প্রশাসনে একক ‘আধিপত্য’ বিস্তার করতে তারা এখন সৎ-অরাজনৈতিক এমনকি জামায়াত সমর্থিত চিকিৎসক-কর্মকর্তাদেরও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিচ্ছেন। এক কথায় নিজেদের মতের বাইরের কেউ নিয়োগ পেলেই চরম বিদ্বেষ ছড়াচ্ছেন দলটির নেতারা।

 

এরআগে, রোববার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে ড্যাব। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ লাইন ডিরেক্টরদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের অপসারণ দাবি করে তারা। 


আরও দেখুন: