ওসমানী মেডিকেলে ফ্যাসিবাদের দোসরদের পদায়নের প্রতিবাদে বিক্ষোভ

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-19 21:24:00
ওসমানী মেডিকেলে ফ্যাসিবাদের দোসরদের পদায়নের প্রতিবাদে বিক্ষোভ

সিলেট ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) তিন অধ্যাপকের পদায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা

সিলেট ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) তিন অধ্যাপকের পদায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এই তিনজনকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত করে অব্যাহতির দাবি জানান তারা। শনিবার (১৯ অক্টোবর) মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী বরাবর তারা স্মারকলিপি দেন।

 

পদায়নকৃত তিন অধ্যাপক হলেন চট্রগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল হক, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আলোক কুমার রাহা এবং ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন)। গত ১৬ ও ১৭ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদেরকে সিওমেকে বদলির আদেশ দেওয়া হয়।

 

অধ্যক্ষ বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ‘দীর্ঘ ষোল বছরের ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন থেকে আপামর জনসাধারণের মুক্তির বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতাকারী ও শান্তি সমাবেশের অগ্রগামী অধ্যাপক ডা. আহেমদ হোসেন চৌধরী, অধ্যাপক ডা. সাইফুল হক, অধ্যাপক ডা. আলোক কুমার সাহার মত নৈতিকতা বিবর্জিত চিকিৎসকদের সিওমেকে যোগদান পুন্যভূমি সিলেট এবং সিওমেককে কলঙ্কিত করবে।’

 

এতে আরও বলা হয়, সিওমেকের সাধারণ শিক্ষার্থীরা এই যোগদান বাতিলের জোর দাবি জানাচ্ছে। অনতিবিলম্বে দাবি বাস্তবায়িত না হলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অতএব, আপনার নিকট আবেদন, ফ্যাসিস্ট অধ্যাপকদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবেন।

 

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও আমাদের ক্যাম্পাসের এখানে-সেখানে ঘোরাফেরা করে। তাছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যাসিবাদের দোসরদের সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস এবং ক্যাম্পাসে অবাঞ্চিত করে বদলি করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এতদিনেও তাদের বদলি করা হয়নি। এখন আবার বাইরে থেকে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে আসা হচ্ছে এই ক্যাম্পাসে।

তাদের যোগদানের সুযোগ দিলে ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।


আরও দেখুন: