ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ থাকায় এমআরসিপি পরীক্ষার্থী বাংলাদেশি চিকিৎসকদের উদ্বেগ
যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এর এমআরসিপি ডিগ্রি
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) ভিসা কার্যক্রম স্থগিত রাখায় যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এর এমআরসিপি মেম্বারশিপের পরীক্ষায় অংশ নিতে পারছেন না প্রায় ৫০ জন বাংলাদেশি চিকিৎসক। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অনেক বার যোগাযোগ করেও কোনো উত্তর পাননি তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে স্থাপিত কেন্দ্রে এমআরসিপি পরীক্ষা নেওয়া হবে ২২ অক্টোবর। কেন্দ্রটিতে আসনসংখ্যা মাত্র ৪৫টি। আসনসংখ্যা কম হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতের কেন্দ্রগুলোয় আবেদন করতে হয়েছে অনেককে। এ বছর প্রায় ৫০ জন চিকিৎসক গত জুলাই মাসে দুই লাখ টাকা দিয়ে পরীক্ষা দিতে নিবন্ধন করেছেন। ৫ আগস্টের পর ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যওয়ায় অক্টোবর ও নভেম্বর মাসের চিকিৎসক পরীক্ষার্থীরা এখনো তাঁদের ভিসা আবেদন জমা দিতে পারেননি। ইতোপূর্বে চিকিৎসকেরা ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য যোগাযোগ করেন। সে সময় দায়িত্বরত কর্মকর্তারা তাদের আশ্বাস দিয়ে বলেন, সময় হলে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে পরীক্ষা হলেও ১৪ অক্টোবর পর্যন্ত ভিসা আবেদন জমা দিতে পারেননি চিকিৎসক পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, এমআরসিপি পরীক্ষা সারা বিশ্বের চিকিৎসকদের জন্য একটি মর্যাদাপূর্ণ উচ্চতর ডিগ্রির পরীক্ষা। প্রতিবছর বিপুলসংখক বাংলাদেশি চিকিৎসক এই পরীক্ষায় পাস করে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। বাংলাদেশি চিকিৎসকেরা সাধারণত প্রতিবেশী ভারতের ৮ থেকে ১০টি শহরে আয়োজিত সেন্টারে এই পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। কিন্তু পরিবর্তিত অবস্থায় ভারত সরকার বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখায় আরও অনেকের সঙ্গে বিপাকে পড়েছেন বাংলাদেশি চিকিৎসকেরাও। ভারতীয় হাইকমিশনে ব্যক্তিগত জরুরি আবেদন করেও কোনো সুরাহা পাননি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।