ট্রাম্পের মেডিকেল তথ্য প্রকাশে চাপ দিচ্ছেন কমলা হ্যারিস

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-13 11:43:00
ট্রাম্পের মেডিকেল তথ্য প্রকাশে চাপ দিচ্ছেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার প্রচারণা। এরই মধ্যে নিজের স্বাস্থ্যগত মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছেন কমল হ্যারিস। যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি পুরোপুরি ফিট। খবর বিবিসি

 

এরপরই ট্রাম্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কমলা হ্যারিস। কারণ ট্রাম্প তার মেডিকেল রিপোর্ট প্রকাশ করেননি। একই সঙ্গে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা তার প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অভিযোগ করেছেন যে, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পুরোপুরি ফিট কিনা তা মার্কিন জনগণের সামানে প্রকাশ করতে চান না।

 

এদিকে ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশ না করেই ডাক্তারের উদ্ধৃতি দিয়ে সাবেক মার্কিন এই প্রেসিডেন্টের প্রচারণা দল জানিয়েছেন, রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে।

ট্রাম্পের প্রচার টিমের দাবি, তাদের প্রার্থী নির্বাচনী প্রচারণায় খুবই ব্যস্ত এবং ট্রাম্পের মতো কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা চালানোর মতো শক্তি নেই।

 

মেডিকেল রিপোর্ট প্রকাশ নিয়ে যে আলোচনার সৃষ্টি হয়েছে তার পেছনে মূলত কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে পুরোপুরি ফিট কিনা তা নিয়ে হোয়াইট হাউস একটি রিপোর্ট প্রকাশ করার পর থেকেই ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশের বিষয়টি সামনে আসে। 


আরও দেখুন: