ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ গঠন

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-10 10:54:00
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কয়েকজন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৯ অক্টোবর) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমকে আহ্বায়ক করে কমিটিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রয়েছেন।

 

কমিটি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পরিবীক্ষণ করবে।

 

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করবে, কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ।


আরও দেখুন: