স্তন ক্যান্সার সচেতনতা দিবস আজ

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-10 10:26:00
স্তন ক্যান্সার সচেতনতা দিবস আজ

স্তন ক্যান্সার সচেতনতা দিবস আজ

আজ ১০ অক্টোবর, ১২তম বারের মতো দেশে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। এ বছর এ দিবসের প্রতিপাদ্য- স্তন ক্যান্সার চাই দ্রুত নির্ণয়, পরিপূর্ণ চিকিৎসা। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রায় ৬০টি সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে। 

 

এ উপলক্ষে দুপুর তিনটায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিপাদ্য বিষয়ের উপর গোলটেবিল আলোচনার আয়োজন করেছে স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। 

 

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করবেন জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদসহ অনেকে। 
 

অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। 
 

এর আগে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের চারদিকে প্রতীকী গোলাপি সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।


আরও দেখুন: