ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় সমন্বয় সেল গঠন
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে ৪ সদস্যের সমন্বয় সেল গঠন করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
গঠিত সমন্বয় সেলে রয়েছেন- রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা, হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা নাজমুন নাহার, হাসপাতালের ছাত্রপ্রতিনিধি হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ডা. মনিরুজ্জামান ও মো. রাসেল মাহমুদ।
উল্লেখ্য, সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতালের ১ জন ডাক্তার (হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত), হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা/শহর সমাজসেবা কর্মকর্তা অথবা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তা, দুজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ‘সার্বক্ষণিক সমন্বয় সেল’ গঠনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে সমন্বয় সেল। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্যসেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কেও অবহিত করবেন তারা।