বিএমডিসি কাউন্সিলের নতুন সদস্য মনোনয়ন
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আগের কমিটির সদস্যদের মনোনয়ন বাতিল করে নতুন ২০ জন সদস্যকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সাইনী আজিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১১-০২-২০২০ খৃস্টাব্দের ৫৯.০০.০০০.১৪১.৪৫.০১৯.২০১৮.১০৪ নং স্মারকমূলে সংশ্লিষ্ট আইনের ধারা ৪(১) (ঠ), (ব) ও (ভ) অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে মনোনীত সদস্যগণের মনোনয়ন বাতিলপূর্বক নিম্নোক্ত ব্যক্তিবর্গকে কাউন্সিলের সদস্য পদে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।
৪(১) ধারা (ঠ) দফা এর অধীনে সরকার কর্তৃক মনোনীত সদস্য করা হয়েছে ১৬ জনকে।
এদের মধ্যে ঢাকা বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, অধ্যক্ষ, ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা।
(২) অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ. মানিকগঞ্জ।
চট্টগ্রাম বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।
(২) ডা. খুরশিদ জামিল চৌধুরী, সাবেক সিভিল সার্জন, চট্টগ্রাম।
রাজশাহী বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) অধ্যাপক ডা, আব্দুল খালেক, ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
(২) অধ্যাপক ডা. রইসউদ্দিন মন্ডল, সাবেক অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
বরিশাল বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) অধ্যাপক ডা. আজিজ রহিম, সাবেক অধ্যাপক, শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
(২) বীরমুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন আহমেদ, প্রাক্তন তত্ত্বাবধায়ক, ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল।
সিলেট বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) অধ্যাপক ডা. ফজিলাতুন্নেছা মালিক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা।
(২) অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, সাবেক অধ্যক্ষ, উইমেন্স মেডিকেল কলেজ, সিলেট।
খুলনা বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, সাবেক অধ্যাপক, পেডিয়াট্রিক বিভাগ, বিএসএমএমইউ।
(২) ডা. রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট চিকিৎসক, সাবেক সভাপতি বিএমএ, খুলনা।
রংপুর বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) ডা. নার্গিস ফাতেমা, সিনিয়র কনসালটেন্ট, গাইনী বিভাগ, স্কয়ার হাসপাতাল, ঢাকা।
(২) অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সাবেক অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
ময়মনসিংহ বিভাগের জন্য মনোনীত সদস্য হলেন-
(১) মেজর ডা. সাবিহা মাহবুব, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা।
(২) ডা. মো. সাহাব উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজ।
৪(১) ধারা (ব) দফা এর অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সদস্য ২ জন হলেন-
(১) অধ্যাপক ডা. এম এস আরেফিন, গ্যাসট্রোএন্টারোলজি বিভাগ, স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।
(২) অধ্যাপক ডা. মো, শফিউদ্দিন
৪(১) ধারা (ত) দফা এর অধীনে সরকার কর্তৃক মনোনীত নারী সদস্য ২ জন হলেন-
(১) ডা. ফিরদৌসী কাদরি, সিনিয়র সাইন্টিস্ট, আইসিডিডিআরবি, ঢাকা।
(২) অধ্যাপক ডা, তাজকিনা আলী, চেয়ারপারসন, ফিজিওলজি বিভাগ, বিএসএমএমইউ।