শেবাচিম হাসপাতাল পরিচালকের পদত্যাগ

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-29 13:14:00
শেবাচিম হাসপাতাল পরিচালকের পদত্যাগ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)

ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে দেখা গেছে তাঁকে।

 

হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্চিতের ঘটনায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ ৪ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা। এছাড়া হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় পরিচালকের পদত্যাগ দাবি করেন তাঁরা। দুপুরে পরিচালকের কর্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকেরা।  

 

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে মো. জুনায়েদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটি নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এ ঘটনায় শিশু জুনায়েদের এক স্বজন চিকিৎসক ও নার্সদের গালিগালাজ এবং লাঞ্চিত করে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

 


আরও দেখুন: