বিশ্ব জলাতঙ্ক দিবস আজ
২৮ সেপ্টেম্বর, বিশ্ব জলাতঙ্ক দিবস
আজ ২৮ সেপ্টেম্বর, বিশ্ব জলাতঙ্ক দিবস। ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘জলাতঙ্ক রোগ ব্যবস্থাপনায় বাধা দূর করা’।
বিজ্ঞানী লুই পাস্তর ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছিলেন। এ মহান বিজ্ঞানী মৃত্যুর আগে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। তার এ অবদানকে বিশ্বের বুকে অবিস্মরণীয় করে রাখতে এবং এ রোগের ভয়াবহতা অনুধাবন করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে আসছে।
এবারের জলাতঙ্ক দিবসে আন্তঃবিভাগীয় সহযোগিতা বাড়ানো, বৈজ্ঞানিক উদ্ভাবন উৎসাহিত এবং জনসচেতনতা বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধের বিষয়ে জোর দেয়া হয়েছে। সেই সাথে সুফলভোগী এবং বিভিন্ন সংস্থার মধ্যে নিবিড় যোগাযোগে সম্মিলিতভাবে বিশ্ব থেকে জলাতঙ্ক নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দিবসটি পালন করা হবে।