পদ্মায় বিলীন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ ৫ শতাধিক বাড়িঘর

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-27 15:53:00
পদ্মায় বিলীন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ ৫ শতাধিক বাড়িঘর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বিলীন হয়ে গেছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সাইক্লোন সেন্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ৫০০ ঘরবাড়ী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বিলীন হয়ে গেছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সাইক্লোন সেন্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ৫০০ ঘরবাড়ী।। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি বাঁধ ভেঙে ডুবে গেছে বিস্তৃর্ণ এলাকা। 

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে সবচেয়ে বেশি বিলীন-ভাঙন দেখা দিয়েছে। সবশেষ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দুটি মসজিদ পদ্মায় বিলীন হয়ে যায়।

 

এর আগে ২২ সেপ্টেম্বর নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর সরদাপাড়া সাইক্লোন সেন্টার ও পাঁচটি মসজিদ, ১৯ সেপ্টেম্বর ঘোষপাড়া নারায়ণপুর কমিউনিটি ক্লিনিক ও নারায়ণপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পদ্মার পেটে বিলীন হয়ে যায়। এছাড়াও নদীগর্ভে বিলীন হয়েছে নারায়ণপুর ইউনিয়নের অন্তত ৫০০ ঘরবাড়ী।

 

অপরদিকে, ভাঙন ঝুঁকিতে রয়েছে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ভবন, কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেড় হাজার বসতবাড়ি। এতে দুশ্চিন্তায় দিন পার করছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণসহ ক্ষতিগ্রস্থদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।


আরও দেখুন: