মেডিকেল শিক্ষার্থী মাহির অস্বাভাবিক মৃত্যু
ইব্রাহীম মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র মাহিবুল ইসলাম মাহি
রাজধানী ঢাকার ইব্রাহীম মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র মাহিবুল ইসলাম মাহি আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগের ভাড়া বাসার সিলিংফ্যান থেকে তার ঝুলন্ত অচেতন দেহ উদ্ধার করেন স্বজনেরা। পরে রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল শনিবার সকাল ৯ টায় কুমিল্লার গুনবতী ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত মেডিকেল শিক্ষার্থী মাহি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নুনাবতি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকেন তাঁর পরিবারের সদস্যরা।
মাহির মা ফাতেমা আক্তার গণমাধ্যমকে বলেন, আমাদের অনেক স্বপ্ন ছিল মাহি ডাক্তার হবে। ওর বাবা সৌদি থেকে কাজ করে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়। ছেলে চিকিৎসক হলে আমাদের আর দুঃখ থাকবে না, এটাই ছিল আমাদের আশা। কিন্তু কী হইতে কী হইয়া গেল, বাবারে আমি তো কিছুই জানতে পারলাম না। মাহি বারডেম কলেজের হোস্টেলে থেকেই লেখাপড়া করত। আর মাঝে মাঝে বাসায় এসে আমাদের সঙ্গে দেখা করতো।
তিনি আরও বলেন, আমাদের কাউকে কিছু না বলে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে মাহি। অনেক সময় পেরিয়ে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় রুমের দরজা ভেঙে দেখি, বারান্দার কাপড় শুকানোর রশি গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে আমার মাহি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, আমার মাহি আর বেঁচে নেই।