অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. তরিকুল আলম আর নেই

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-27 10:33:00
অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. তরিকুল আলম আর নেই

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তরিকুল আলম নোমান

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তরিকুল আলম নোমান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। 

 

ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক মো. শফিক উদ্দিন বলেন, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান মধ্যরাতের দিকে অপারেশন করে বাসায় যান। নিজ বাসার একটি রুমে একা ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, হাসপাতাল থেকে যাওয়ার পর রাতের কোনো এক সময় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই চিকিৎসকের দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। পরে ফজরের সময় রুম থেকে পোড়া গন্ধ আসে। এসময় পরিবারের লোকজন দরজা খুলে তারিকুল ইসলাম নোমানকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।

 

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. তরিকুল আলম নোমান। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস অর্থোপেডিক্স ডিগ্রী লাভ করেন। 

 

তিনি একজন অসাধারণ ভাল মানুষ, ভাল একাডেমিশিয়ান এবং দক্ষ সংগঠক ছিলেন। পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশের কোষাধ্যক্ষ ছিলেন ডা. নোমান। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে তিনি অর্থোপেডিক্স এর বিভিন্ন বিষয়ের উপর বৈজ্ঞানিক উপস্থাপনা করেন। 


আরও দেখুন: