ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে যুক্ত হলেন ৪২০ স্বেচ্ছাসেবী

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-26 22:40:00
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে যুক্ত হলেন ৪২০ স্বেচ্ছাসেবী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও ডেঙ্গু রোগী খুঁজে বের করতে বাড়ি বাড়ি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছেন স্বেচ্ছাসেবীরা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রমের সাথে সংযুক্ত ৩০০ জন কমিউনিটি ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতাধীন ১২০ জন স্বাস্থ্যকর্মী বস্তি এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও ডেঙ্গু রোগী খুঁজে বের করতে বাড়ি বাড়ি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ইপিআই এর সাথে সংযুক্ত ৩০০ জন স্বেচ্ছাসেবী তাদের নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ০২, ০৩, ০৪ ও ০৫ এর অন্তর্গত ১৩টি ওয়ার্ডে ঘনবসতিপূর্ণ মোট ১৮টি বস্তি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বস্তিতে বসবাসকারীদের সচেতন করছে। স্বেচ্ছাসেবীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্যও সংগ্রহ করছেন তারা।

 

এই বিষয়ে 'ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী বলেন, 'ইপিআই এর সাথে সংযুক্ত ৩০০ জন স্বেচ্ছাসেবী ডিএনসিসি এলাকার ডিএনসিসির অন্তর্গত প্রান্তিক জনগোষ্ঠীর বাড়িতে বাড়িতে গিয়ে ইপিআই কর্মসূচি থেকে বাদ পড়া শিশুর সন্ধানকার্য পরিচালনা করছে। এই সময়ে ডেঙ্গুর প্রকোপ দেখা যাওয়ায় নিয়মিত এই কাজের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে তারা মানুষের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছে ও জ্বরের রোগীর ব্যাপারে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় উপদেশ প্রদান করছে।

 

তিনি আরও বলেন, 'প্রতিজন কমিউনিটি ভলান্টিয়ার তার নির্ধারিত এলাকার ২০০টি খানা পরিদর্শন করছে এবং প্রতিদিন মোট ৬০০০০টি বাড়ি/ পরিবারকে পরিদর্শন করা হচেছ। ৩৩ জন সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম তদারকি করছে। এছাড়াও আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতাধীন ১২০ জন স্বাস্থ্যকর্মী তার নিজ নিজ এলাকায় বাড়িতে গিয়ে ডেঙ্গু সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু রোগীর সন্ধান করছে। স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।'


এছাড়াও ডিএনসিসির প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহে ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনার বিষয়ে First Contact Person হিসেবে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


আরও দেখুন: