সপ্তাহে প্রতিদিন দুই শর্তে বাসে হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-23 16:01:00
সপ্তাহে প্রতিদিন দুই শর্তে বাসে হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা

শহরের যাত্রীবাহী বাস

দেশের সব মহানগরে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সোমবর (২৩ সেপ্টেম্বর) এক সেমিনারে এ ঘোষণা দেন তিনি।

 

এ সময় তিনি জানান, অর্ধেক ভাড়ায় চলাচলের জন্য শিক্ষার্থীদের দুটি শর্ত মানতে হবে। সেগুলো হচ্ছে- শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন। ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। এছাড়া মেট্রো এলাকায় যাতায়াতকারীরা এই সুবিধা পাবেন।

বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন।


সাম্প্রতিক গণআন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সাইফুল আলম।


আরও দেখুন: