বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৪

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-21 16:40:00
বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৪

গাজীপুরে বেক্সিমকো ফার্মার অফিসের ভল্ট থেকে ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সহকারী ক্যাশ অফিসারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গাজীপুরে বেক্সিমকো ফার্মার অফিসের ভল্ট থেকে ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সহকারী ক্যাশ অফিসারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী, রংপুর ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার রাতে জানিয়েছেন বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম।

 

গ্রেপ্তাররা হলেন, রংপুরের মরার পাড়া গ্রামের আবু বাহারের ছেলে মো. আবু বাশার (২৯)। তিনি নাওজোর এলাকায় ফয়সাল টাওয়ারে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস্ লিমিটেডের সহকারী অফিসার (ক্যাশ) ছিলেন।

এছাড়া একই জেলার বাউল বাড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), মির্জাপুর গ্রামের শাহজাহানের ছেলে ইব্রাহিম মিয়া (২২) ও জামালপুরের টিকারাকান্দি গ্রামের খোকা মিয়ার ছেলে আতিক হাসানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

 

ওসি জাহাঙ্গীর বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টাকা আত্মসাতের ঘটনায় গত ১১ সেপ্টেম্বর সাব্বির আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।


আরও দেখুন: