মমেক হাসপাতালের ১৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ১৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট প্রশাসন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পেয়েছে ডিসিপ্লিনারি কমিটি। শনিবার (২১ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
দণ্ডিত ইন্টার্ন চিকিৎসকেরা হলেন- প্রতীক বিশ্বাস, লতিফুল কবির কৌশিক, সুনীতি কুমার, শামীম রেজা, নাইমুর রশীদ, মেহেদী হাসান রোমান, এটিবি রুবেল, ফায়াদুর রহমান আকাশ, কামরুল হাসান, আবু রায়হান, সাখাওয়াত হোসেন সিফাত, অর্নব কুন্ড এবং কাশফি তাবরিজ।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান, আন্দোলন বানচালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশ নেওয়া, সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক বাণিজ্য ও মাদক সেবনের অপরাধের প্রমাণ পাওয়া গেছে।
ইতোপূর্বে গত ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের ইন্টার্নশিপ প্রশিক্ষণ স্থগিত করেছিল প্রশাসন। সেইসাথে পাঁচ কার্যদিবসের মধ্যে সশরীরে হাজির হয়ে ওঠা অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়।