চট্টগ্রাম মেডিকেলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-20 15:00:00
চট্টগ্রাম মেডিকেলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি অনুষ্ঠিত

আজ ২০ সেপ্টেম্বর (শুক্রবার), চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘সিএমসি ডে’।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বর্তমান ও প্রাক্তন প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী। শুক্রবার (২০ সেপ্টেম্বর) চমেক প্রশাসনিক ভবনের নিচতলা থেকে সকাল ১০টায় র‌্যালি অনুষ্ঠিত হয়।  

 

শুক্রবার বিকেল ৪টায় শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেলের সাবেক কৃতি শিক্ষার্থী ও বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রোভিসি অধ্যাপক ডা. মো. শাহীনুল আলমকে সম্মাননা প্রদান করার কথা রয়েছে। স্মৃতিচারণ ও র‌্যাফেল ড্র চলবে রাত ৮টা পর্যন্ত। পরে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিএমসি ডে উদযাপন সমাপ্ত হবে।

 

উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা মেডিকেল কলেজের পর বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম মেডিকেল কলেজ ও দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। এখানে ইনটার্নশিপ-সহ স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এমবিবিএস শিক্ষাক্রম চালু রয়েছে; যাতে প্রতিবছর ২৫০ জন এমবিবিএস ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। এছাড়াও এখানে বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে এম.ডি.এম.এস. এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ শিক্ষাক্রম চালু রয়েছে।


আরও দেখুন: