১২১ জন চিকিৎসকের ষষ্ঠ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-19 15:38:00
১২১ জন চিকিৎসকের ষষ্ঠ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

চিকিৎসকের পদোন্নতি

১২১ জন চিকিৎসক কর্মকর্তার ষষ্ঠ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু  রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশে বলা হয়েছে, চাকরি (বেতন ভাতাদি) আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ৭(২), জাতীয় বেতন স্কেল ২০১৫ এর স্পষ্টীকরণের বিষয়ে অর্থবিভাগ, অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ খ্রি. তারিখে ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ)-১)-২৩২ সংক্যক পরিপত্রের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ১২১ কর্মকর্তার অনুকূলে তাদের নামের পাশে বর্ণিত উল্লিখিত পরবর্তী উচ্চতর গ্রেড (৬ষ্ঠ) গ্রেড মঞ্জুর করা হলো।  

 

আদেশটি দেখতে এখানে ক্লিক করুন 


আরও দেখুন: