কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-15 18:36:00
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কক্সবাজার সদর হাসপাতাল

জেলা প্রশাসকের আশ্বাসের পর শর্তসাপেক্ষে কাজে ফিরেছেন কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে আগের মতোই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন হাসপাতালে আসা রোগীরা। সূত্রঃ চ্যানেল২৪.কম। 

 

রোববার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে নেন চিকিৎসকরা। এর পর বিকেল ৩ টা থেকে তারা কাজে যোগ দেন। তবে আগামী ৫ দিনের মধ্যে আসামি গ্রেপ্তার ও নিরাপত্তা সম্পর্কিত দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

 

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাতে নুরুল আজিম নামে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপাতালের সিসিইউ বিভাগে কর্তব্যরত চিকিৎসক সজীব গাজীকে মারধর করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনার পরপরই কর্মবিরতি শুরু করে চিকিৎসকরা। ফলে বন্ধ হয়ে যায় চিকিৎসাসেবা।


আরও দেখুন: