আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নাহিদ ইসলাম
সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী-জনতাকে দেখতে গিয়ে ডক্টর টিভির প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা নেবে সরকার। ডক্টর টিভিকে এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী-জনতাকে দেখতে যান তিনি।
এরপর সেখানে উপস্থিত ডক্টর টিভির প্রতিবেদকের প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের তো অলরেডি ফাউন্ডেশনটা ঘোষণা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও গঠনকৃত কমিটি কাজ করছে। আগামীকালের মধ্যে শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। এরমধ্যে যাদের চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন, তাদেরকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সহায়তা করা হচ্ছে। আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিচ্ছি, আরও যদি এ ধরনের রোগী থেকে থাকে, সে তথ্যগুলো যেন আমাদেরকে পাঠায়। আমরা তাদের ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
তিনি আরও বলেন, ‘এই রোগীগুলির চিকিৎসা দীর্ঘমেয়াদী। এ জন্য তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন প্রয়োজন। তাদের নানা ধরনের সুবিধা প্রয়োজন, কর্মস্ংস্থান প্রয়োজন। এছাড়াও তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাউন্সিলিং প্রয়োজন। এসব বিষয় নিয়ে দীর্ঘমেয়াদী আমাদের একটা টিম কাজ করবে। সেই প্রস্তুতি এবং পরিকল্পনা আমরা নিয়েছি।’