অবশেষে বকেয়া ভাতা পেলেন বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-09 20:04:00
অবশেষে বকেয়া ভাতা পেলেন বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা

চিকিৎসক

অবশেষে বকেয়া ভাতা পেলেন বঙ্গবন্ধূ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। সোমবার (৯ সেপ্টেম্বর) ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের আহ্বায়ক ডা. হাবিবুর রহমান সোহাগ।

 

ডা. হাবিবুর রহমান সোহাগ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতারে বকেয়া টাকা পরিশোধ করেছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে এখন থেকে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা নিয়মিত ভাতা পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের এই মুখপাত্র। 

 

উল্লেখ্য, বিএসএমএমইউর অধিভুক্ত ১১ প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা বন্ধ হয় গত জানুয়ারিতে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান বিভিন্নভাবে ভাতার ব্যবস্থা করলেও বাকি নয় প্রতিষ্ঠানে তা সম্ভব হয়নি। এসব প্রতিষ্ঠানের নন-রেসিডেন্টরা (ডিপ্লোমা) গত বছরের ডিসেম্বর থেকে ভাতা পাননি। আর রেসিডেন্ট চিকিৎসকদের (এমএস/এমডি) ভাতা বকেয়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে।

 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএসএমএমইউ অধিভুক্ত বেসরকারি নয় প্রতিষ্ঠানে মোট ১৬৭ জন রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসক রয়েছেন। এর মধ্যে মোট ৩৯ জন রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট ১২৮ জন। 


আরও দেখুন: