সেবা সূচকে দেশসেরা রামেক হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল
স্বাস্থ্য অধিদপ্তরের সেবা সূচকে আবারও দেশসেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। এ সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তৃতীয় স্থানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (৮ সেপ্টেম্বর) চলতি বছরের জুলাই মাসের পারফরমেন্সের ভিত্তিতে এ সংক্রান্ত মূল্যায়নের সূচক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। হাসপাতালের সেবা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে এ স্থান নির্ধারণ করা হয়।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় রামেক হাসপাতালটি ১ হাজার ২০০ শয্যার। রাজশাহী বিভাগ ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগীরা এখানে সেবা নেন। রোগী ভর্তি নেওয়ার পাশাপাশি বহির্বিভাগেও সেবা দেওয়া হয়।
দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর দেখতে এখানে ক্লিক করুন