স্বাস্থ্যসেবায় দেশসেরা বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া
স্বাস্থ্য সেবার মানদণ্ডে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত এক জরিপে সর্বোচ্চ ৯১ দশমিক ৫২ স্কোর নিয়ে দেশের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মনোনীত হয়েছে বগুড়া জেলার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে কুমিল্লার বরুড়া উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৮৯ দশিমক ৩০ স্কোর নিয়ে তালিকার তৃতীয়তে রয়েছে দিনাজপুরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোববার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত চলতি বছরের জুলাই মাসের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংসে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এই স্কোরটি স্বাস্থ্য সেবার মানদণ্ডে বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকেঃ
রোগীর সেবা: রোগীদের সঠিক সময়ে সেবা প্রদান, সেবার মান, এবং রোগীর সন্তুষ্টি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা: হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি।
প্রযুক্তি ও সরঞ্জাম: আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তির ব্যবহার।
কর্মী দক্ষতা: চিকিৎসক ও নার্সদের দক্ষতা এবং প্রশিক্ষণ।
প্রশাসনিক কার্যক্রম: হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম এবং ব্যবস্থাপনা।
এই সূচকগুলোর উপর ভিত্তি করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে স্কোর প্রদান করা হয়, যা তাদের সার্বিক সেবার মানকে প্রতিফলিত করে।
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোর দেখতে এখানে ক্লিক করুন