শান্তি সমাবেশের অধ্যাপক ডা. নাজমুলকে নিউরো সায়েন্সসে পদায়নের আদেশ

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-06 19:27:00
শান্তি সমাবেশের অধ্যাপক ডা. নাজমুলকে নিউরো সায়েন্সসে পদায়নের আদেশ

গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থি চিকিৎসকদের ডাকা শান্তি সমাবেশে যোগ দেন অধ্যাপক ডা. নাজমুল হাছান চৌধুরী

শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার লক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ডাকা ‘শান্তি সমাবেশ’ সরাসরি অংশ নেয়া কুমিল্লা মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. নাজমুল হাছান চৌধুরীকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদায়নের এ আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থি চিকিৎসকদের ডাকে কুমিল্লা মেডিকেলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. নাজমুল হাছান চৌধুরী সরাসরি অংশ নেন। শান্তি সমাবেশের ছবিতে তাকে সম্মুখসারিতে দেখা গেছে। 


আরও দেখুন: