ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টরস সোসাইটির প্রথম নির্বাচিত সভাপতি হামিম, সম্পাদক রিফাত

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-06 11:21:00
ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টরস সোসাইটির প্রথম নির্বাচিত সভাপতি হামিম, সম্পাদক রিফাত

ডা. আবরার হামিম ও ডা. রিফাত মাহবুব

প্রথমবারের মতো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেদিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (ইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু করলো।

 

নির্বাচনে সভাপতি পদে ডা. আবরার হামিম এবং সাধারণ সম্পাদক পদে ডা. রিফাত মাহবুব জয়ী হয়েছেন। 

 

এছাড়াও সহ-সভাপতি পদে ডা. হীরা আক্তার এবং যুগ্ম-সম্পাদক পদে ডা. আজরাফ নাজমি নির্বাচিত হয়েছেন। 

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  শান্তিপূর্ণ পরিবেশে ঢামেকে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ভোট প্রদান করেন ২০২ জন ইন্টার্ন চিকিৎসক। এ ছাড়া নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন চারজন নির্বাচন কমিশনার (ইসি)। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিল সিন্যাপস মেডিকেল একাডেমী।


আরও দেখুন: