শান্তি সমাবেশের ডা. ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নিয়োগ

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-05 13:20:00
শান্তি সমাবেশের ডা. ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নিয়োগ

শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার লক্ষ্যে ‘শান্তি সমাবেশ’ এ ডা. শেখ ফজলে রাব্বি

শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার লক্ষ্যে ছাত্র-জনতার বিপক্ষে রাজপথে নেমেছিল স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চিকিৎসকরাও। সে সময় ‘শান্তি সমাবেশ’ নামের প্ল্যাটফর্ম তৈরি করে একদফার কবর দিতে সমাবেশ করে তারা। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও শান্তি সমাবেশে অংশ নেওয়া কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। 

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

 

এদিকে চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, ডা. শেখ ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ৩ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

 

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন


আরও দেখুন: