এডহক ও প্রকল্পভুক্ত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ পিএসসির, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ক্ষোভ

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-04 22:17:00
এডহক ও প্রকল্পভুক্ত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ পিএসসির, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ক্ষোভ

চিকিৎসক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন এডহক ও প্রকল্পভুক্ত ২ হাজার ৩৪৬ চিকিৎসককে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিশকাল ছাড়াই চাকরিতে স্থায়ী ও পদোন্নতির সুপারিশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। 

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. নেয়ামত হোসেন। বুধবার রাত সাড়ে ৯টায় ডক্টর টিভিকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, পিএসসির অবৈধ সুপারিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে যাবেন। স্বাস্থ্য ক্যাডারের বিশাল জনবলকে সুবিধাবঞ্চিত করে এডহক ও প্রকল্পের অল্প কিছু জনবলকে প্রাধান্য দেয়ার উদ্যোগকে অসাধু কর্মকর্তাদের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। সেইসাথে সাথে এ ধরনের অসাধু তৎপরতা বন্ধে মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলে জানান বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. নেয়ামত হোসেন।    

 

এদিকে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী স্বাক্ষরিত নোটিশে এডহকের ১ হাজার ৯৮৯ জন এবং উন্নয়ন প্রকল্পের ৩৫৭ জন চিকিৎসক কর্মকর্তা বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিশকাল ছাড়াই চাকরিতে স্থায়ী ও পদোন্নতির সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে। 

 

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর 18 বিধি সংযোজনের জন্য কমিশন সুপারিশ প্রেরণ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় 'on or befor 19-05-2011' এর স্থলে 'on or befor 14-09-2011' প্রতিস্থাপনপূর্বক প্রজ্ঞাপন জারি ও গেজেটে প্রকাশ করে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শের ব্যত্যয় ঘটিয়ে পুনরায় কমিশনের পরামর্শ গ্রহণ না করে প্রজ্ঞাপন জারি করার বিধিগত কোন সুযোগ ছিল না। তথাপিও বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ১৯.০৫.২০১১ তারিখ পর্যন্ত এডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনকে ক্যাডারভূক্ত করার পরামর্শ প্রদান করায় উক্ত তারিখ পর্যন্ত ক্যাডারভূক্ত সহকারী সার্জনদের ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে মর্মে বিবেচনা করা যায়।’

 

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ১৯.০৫.২০১১ তারিখ বা তার পূর্ব পর্যন্ত এডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনদের ক্যাডারভূক্ত করার পরামর্শ প্রদান করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪.০৯.২০১১ তারিখ পর্যন্ত এডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনদের ক্যাডারভূক্ত করার লক্ষ্যে প্রজ্ঞাপনে ১৯.০৫.২০১১ তারিখের স্থলে ১৪.০৯.২০১১ তারিখ প্রতিস্থাপন করে। ক্যাডারভূক্ত করার প্রজ্ঞাপন জারি করায় এবং ক্যাডারভূক্ত সহকারী সার্জনদের চাকরি স্থায়ী করার লক্ষ্যে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিসকাল হতে অব্যাহতির জন্য The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর বিধি ৮ সংশোধনের প্রস্তাবের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট মামলা নম্বর-১০৭৩৬/২০২২ দায়ের করা হয়, যাহা বিচারাধীন আছে। উক্ত রীট মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগের কোন অন্তবর্তীকালীন আদেশ নেই। কাজেই উক্ত রীট মামলাটি নিষ্পত্তি হওয়া সাপেক্ষে ১৯.০৫.২০১১ তারিখের পর হতে ১৪.০৯.২০১১ তারিখ পর্যন্ত ক্যাডারভূক্ত সহকারী সার্জনদের চাকরি স্থায়ী করার লক্ষ্যে The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর rule-8 সংশোধন করে rule-8 এর sub-rule (1) এর clause (j) এর পর clause (k) সংশোধন করা যায়।’

 

‘এমতাবস্থায়, The Bangladesh Civil Service Recruitment Rules, 1981-এ সংযোজিত ১৮ বিধিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ১৯.০৫.২০১১ তারিখ পর্যন্ত এডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনদের ক্যাডারভূক্ত করার প্রস্তাবে পরামর্শ প্রদান করায় উক্ত তারিখ পর্যন্ত ক্যাডারভূক্ত সহকারী সার্জনদের ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে মর্মে বিবেচনা করত: তাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিসকাল হতে অব্যাহতির লক্ষ্যে The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর rule-8 সংশোধন করে rule-8 এর sub-rule (1) এর clause (j) এর পর clause (k) সংযোজনের পরামর্শ প্রদান করা হলো’—উল্লেখ করা হয় নোটিসে।

 

এতে উল্লেখ রয়েছে, ‘এ ছাড়া, উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত ৩৫৭ জন চিকিৎসক কর্মকর্তার চাকরি স্থায়ী করার লক্ষ্যে The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর rule-8 সংশোধন করে rule-8 এর sub-rule (1) এর clause (j) এর পর clause (I) সংযোজনের পরামর্শ প্রদান করা হলো।’

 

পিএসসির নোটিশে আরও বলা হয়েছে, ‘এ বিষয়ে বিদ্যমান নিয়ম-কানুন ও অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে। The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 সংশোধন সংক্রান্ত খসড়া প্রজ্ঞাপনটি গেজেট আকারে জারির পর গেজেটের ১০ (দশ) টি কপি কমিশনে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


আরও দেখুন: