ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-01 17:36:00
ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দফায় দফায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সকাল থেকে সেনাবাহিনী-র‍্যাব ও পুলিশ মোতায়ন করা হয়।

 

প্রসঙ্গতঃ শনিবার এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসককে মারধর করার কারণে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন চিকিৎসকেরা। এর রেশ কাটতে না কাটতে রাতেই আবারও জরুরি বিভাগে হামলা ঘটনা ঘটে। শনিবার রাত ১২টার পরে জরুরি বিভাগে বিষপানে অসুস্থ হয়ে আসা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের হুমকি এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ঢুকে কম্পিউটার ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া রাতেই খিলগাঁও থেকে আহত হয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিতে আসে। সেই আহত যুবককে কেন্দ্র করে হাসপাতালে আসা দুই গ্রুপের মারামারি ও একে অপরকে কোপানোর ঘটনা ঘটে। এ কারণে জরুরি বিভাগে রাতে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা হাসপাতাল গিয়ে কয়েকজনকে আটক করে।

 

২৪ ঘণ্টার মধ্যেই ঢামেক হাসপাতালের চিকিৎসকদের ওপর তিনবার হামলা হওয়ার কারণে রাতেই ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে সব চিকিৎসকরা একযোগে কর্মবিরতি শুরু করেন। 


আরও দেখুন: