ঢামেক হাসপাতালের ঘটনায় ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের ২ দাবি

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-01 00:11:00
ঢামেক হাসপাতালের ঘটনায় ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের ২ দাবি

ঢামেক হাসপাতালের ঘটনায় ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের ২ দাবি

রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত ছাড়াই ডিউটি ডাক্তারদের নির্মমভাবে প্রহার ও আক্রমনের প্রতিবাদে ২ দফা দাবি জানিয়েছেন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা। শনিবার (৩১ আগস্ট) রাতে দেয়া বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

 

সাধারণ ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত প্রথম দাবিতে বলা হয়েছে- ৩১ আগস্ট রাত ১০টার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ডাক্তারদের পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী তথা আেইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করতে হবে (দ্রুত সময়ের মধ্যে)। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, ১২ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে অপরাধীদের চিহ্নিতকরণ, মামলা দায়ের এবং আইনের আওতায় আনতে হবে। 

 

উল্লেখ্য, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধায় একদল উচ্ছৃঙ্খল লোক সংঘবদ্ধভাবে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিদের ওপর হামলা চালায়। এতে তিনজন চিকিৎসক আহত হন। 

 


আরও দেখুন: