বন্যাদুর্গতদের সেবায় সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম
বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম
বর্তমানে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনীর তিনটি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম। এর মধ্যে ফেনী জেলায় বন্যা কবলিত জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেনাবাহিনীর ৮টি মেডিকেল টিম কাজ করছে। সূত্রঃ - আইএসপিআর
সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে বৃহস্পতিবার ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা দিয়েছে।
এছাড়াও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ১৮৪০ কেজি ত্রাণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।