বন্যার্তদের সহায়তা দিলেন অরোরা স্পেশালাইজড হসপিটালে কর্মরত বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ
বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কাছে শুকনো খাবার, স্যালাইন, বিস্কুট ও জরুরী ঔষধ সামগ্রী হস্তান্তর করেন অরোরা স্পেশালাইজড হসপিটালে কর্মরত বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ
বন্যার্তদের জন্য শুকনো খাবার ও জরুরি দিয়েছেন অরোরা স্পেশালাইজড হসপিটালে কর্মরত বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ।
শনিবার (২৪ আগস্ট) তারা বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কাছে শুকনো খাবার, স্যালাইন, বিস্কুট ও জরুরী ঔষধ সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় অরোরা স্পেশালাইজড হসপিটালে কর্মরত বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের সদস্য ও হসপিটালের বিশিষ্ট ইএনটি সার্জন সহযোগী অধ্যাপক ডা. সালাহ উদ্দিন, নিউরো সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান, ম্যানেজার অপারেশন রবিউল আউয়াল ও এ্যাসিসট্যান্ট ম্যানেজার রেজাউল করিম উপস্থিত ছিলেন।