চিকিৎসকদের লংমার্চ আজ, সমবেত হয়েছেন শহীদ মিনারে

ডক্টর টিভি রিপোর্ট
2024-08-21 10:57:00
চিকিৎসকদের লংমার্চ আজ, সমবেত হয়েছেন শহীদ মিনারে

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছেন চিকিৎসকরা

ম্যাটস, ডিএমএফদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদ কয়েকটি দাবিতে বৈষম্য বিরোধী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ডাকে "লং মার্চ টু বিএমডিসি" কর্মসূচি আজ বুধবার (২১ আগস্ট)। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছেন তারা।  

 

সেখান থেকে আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বিএমডিসি ও মন্ত্রণালয়ে গিয়ে দাবি আদায়ের ব্যাপারে কথা বলবেন। 

 

 

চিকিৎসকদের দাবিগুলো হচ্ছেঃ

 

১. এমবিবিএস ও বিডিএস ছাড়া কাউকে বিএমডিসি রেজিস্ট্রেশন দেয়া যাবে না। 

 

২. এখন পর্যন্ত যত ডিটিটি, বিএসসি, স্যাকমো, ডিএমএফ ও এমটি বের হয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে তাদের চেম্বার বন্ধ করে দিতে হবে এবং বিডিএস, এমবিবিএস ছাড়া কেউ চেম্বার দিতে পারবে না। তারা রোগীর মুখে হাত দিতে পারবে না। দিলে তাকে জেল জরিমানার আওতাভুক্ত করতে হবে। সকল ফার্মেসিতে এমবিবিএস ও বিডিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ করতে হবে। 

 

৩. শুধুমাত্র ডাক্তার, মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ সাদা অ্যাপ্রোন পড়তে পারবে না। 

 

৪. এমবিবিএস ও বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ডাঃ পদবী ব্যবহার ও লিখতে পারবে না। 

 

৫. বিএসসি টেকনোলজিস্ট বন্ধ করতে হবে। টেকনো সিলেবাস আজীবনের জন্য বন্ধ করতে হবে। টেকনো সিলেবাস পরিবর্তন করে ইউকে সিলেবাস করে (এমবিবিএস ও বিডিএস) ডেন্টাল টেকনিশিয়ানের সিলেবাস করে দিতে হবে। এমবিবিএস ছাড়া অন্য কেউ আল্ট্রা করতে পারবে না। 

 

৬. চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা দিতে হবে। 

 

৭. ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের বেতন-ভাতা বাড়াতে হবে। 

 

৮. যত দ্রুত সম্ভব ডব্লিউএফএমই এক্রিডিটেশন, ইন্টার্নশিপ ও কলেজের যৌক্তিক মাইগ্রেশন ব্যবস্থা চালু করতে হবে। 

 

৯. শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ২দিন ছুটির ব্যবস্থা করতে হবে। 

 

১০. স্বাস্থ্য ক্যাডারে বিসিএস পরীক্ষা হতে হবে শুধু মেডিকেলের সিলেবাসে। 

 

১১. যাকে যখন ইচ্ছা অযৌক্তিক কারণে বদলি করা যাবে না। 

 

১২. কোন স্টুডেন্টকে অযৌক্তিক কারণে ফেল করানো যাবে না। কোন লবিং করা যাবে না। কোন যৌন হয়রানির মাধ্যমে পাশ-ফেল করানো যাবে না। এই বিষয়ে কঠোর নির্দেশনা দিতে হবে। 

 

১৩. এমবিএস এবং বিডিএস প্রফেশনাল পরীক্ষায় যে সাবজেক্টের যে অংশে ফেল করবে শুধু সে অংশের পরীক্ষা নিতে হবে। বিডিএসদের একসাথে একদিনে কমবাউন্ড সাবজেক্টের যে কোন একটা সাবজেক্টের রিটেন, ভাইভা ও অম্পি নিতে হবে। 

 

১৪. প্রফ পরীক্ষার ফি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে একই পরিমাণে রাখতে হবে। 

 

১৫. প্রাইভেট মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীদের বেতন সর্বোচ্চ ৭,০০০/- থেকে ৮,০০০/- হতে হবে। অযৌক্তিক জরিমানা বন্ধ এবং প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজের বেতন একসাথে ৬০ মাসের বেশি না নেয়ার নির্দেশনা দিতে হবে। 

 

১৬. জুনিয়র চিকিৎসকদের প্রোপার কর্মসংস্থান তৈরি করতে সহায়তা করতে হবে। 

 

১৭. সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোর নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল রাখতে হবে। যেসব কলেজের নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল নেই, তাদেরকে দ্রুত ব্যবস্থা করতে হবে। 


আরও দেখুন: