ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় হটলাইন নাম্বার চালু
স্বাস্থ্য অধিদপ্তর
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় হটলাইন নম্বর চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২০ আগস্ট) হটলাইন নম্বর চালু করা হয়। নাম্বারগুলোতে চিকিৎসার পাশাপাশি আহত ও নিহতদের তথ্য পাঠানো যাবে।
অধিদপ্তরের পরিচালক (এইচআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
হটলাইন নম্বরগুলোর মধ্যে একটি স্বাস্থ্য বাতায়ন নম্বর। যা ২৪/৭ কল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। নম্বরটি হলো- ১৬২৬৩। অপর দুটি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নম্বর। সেগুলো হলো ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত/নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে নিম্নের হটলাইন নম্বরগুলো সচল রয়েছে। প্রয়োজনে এই সকল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল।