বিএমডিসি অভিমুখে চিকিৎসকদের লংমার্চ বুধবার
লং মার্চ টু বিএমডিসি
ম্যাটস, ডিএমএফদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার (২১ আগস্ট) "লং মার্চ টু বিএমডিসি" কর্মসূচি ডেকেছেন বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকাল ১০টায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয় ঘেরাও করবেন তারা। প্রতিবাদ কর্মসূচি সফল করতে সর্বস্তরের চিকিৎসকদের আহ্বান জানানো হয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশে ফিজিশিয়ানস অ্যাসোসিয়েটসরা কিভাবে কাজ করেনঃ
www.aapa.org এ প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ফিজিশিয়ানস অ্যাসোসিয়েটসরা চিকিৎসকদের তত্ত্বাবধানে কাজ করেন। সুনির্দিষ্ট কর্মপরিধি অনুযায়ী কমিউনিটি লেভেলে কাজ করা, ফিজিওথেরাপি, ওটিতে টুকটাক সাহায্য করা, হোম কেয়ার প্রদান করেন তারা। তাদেরকে সেভাবেই প্রশিক্ষণ দেয়া হয়।
যুক্তরাষ্ট্রে ফিজিশিয়ানস অ্যাসিস্ট্যান্টস খুবই পরিচিত একটি পেশা। তারা চিকিৎসা কার্যক্রমে চিকিৎসকদের সহায়তা করেন এবং প্রায়ই স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে পারেন।
কানাডায় ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টসরা চিকিৎসকদের কাজে সহায়তা করে থাকেন।
অস্ট্রেলিয়ায় ফিজিশিয়ানস অ্যাসিস্ট্যান্টসরা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ এবং প্রাইমারি ও জরুরি সেবা দিয়ে থাকেন।
নেদারল্যান্ডসে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টসরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় এবং কিছু ক্ষেত্রে স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারেন।
জার্মানিতে তারা ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
ভারতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টসরা কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত এবং সাধারণত তারা ক্লিনিকাল সহায়ক হিসেবে কাজ করেন।
নাইজেরিয়াতে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে তারা পরিচিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডা. সাব্বির হোসাইন সাগরের মতে, ডাক্তারদের সাথে মেডিকেল এসিস্ট্যান্টদের প্রফেশনাল ঝামেলা বা কামড়া কামড়ি নেই। তাদেরকে প্র্যাটিস করার অনুমতি দেয়ার কারণে সবচেয়ে বড় সাফারার হবে সাধারণ মানুষ। এরা ডাক্তারি করে ভুল চিকিৎসা দিলে জনগনের জীবন ঝুঁকিতে পড়বে। একইসাথে সত্যিকার ডাক্তারদের ফেয়ার প্রাক্টিসের স্কোপ থাকবে না।