৭ দাবিতে বিসিপিএস গেটে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরদের তালা
আগামী ৩ কার্যদিবসের মধ্যে সকল বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টররা। মঙ্গলবার (২০ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিসিপিএস এ অবস্থান নেন আন্দোলনকারী চিকিৎসকরা।
আগামী ৩ কার্যদিবসের মধ্যে সকল বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টররা। মঙ্গলবার (২০ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিসিপিএস এ অবস্থান নেন আন্দোলনকারী চিকিৎসকরা।
ডক্টর টিভিকে এ তথ্য জানান পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসেসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।
তিনি জানান, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর ৭ দফা দাবি হলো-
১. সকল বকেয়া ভাতা আগামী ৩ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।
২. ভাতা প্রদানের ক্ষেত্রে কোনরূপ বৈষম্য গ্রহনযোগ্য নয়। সকল কর্মরত এফসিপিএস ট্রেইনীদের ভাতা প্রদান করতে হবে।
৩. প্রাইভেট ইন্সিস্টিটিউ-এর ট্রেনিংকৃত সকল এফসিপিএস ট্রেইনীদের গত সেশনের ভাতা প্রদান করতে হবে (যেহেতু এ সকল ভাতা বিনা নোটিশে বন্ধ করা হয়েছে)।
৪. ট্রেইনীদের ট্রেনিং প্রতিষ্ঠান এবং ট্রেইনার নির্ধারণের বিষয়ে পূর্বের ন্যায় পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে।
৫. অনতিবিলম্বে ট্রেইনীদের ভাতা বৃদ্ধির ঘোষণাটি চিঠির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়কে অবহিত করতে হবে এবং 'এই স্বল্প বেতনে বিসিপিএর ট্রেইনীগণ আর কাজে যোগদান করবেন না'-এই মর্মেও মন্ত্রনালয়কে অবহিত করতে হবে।
৬. সকল ট্রেইনীদের সাপ্তাহিক কর্মঘন্টা নির্দিষ্ট করে দিতে হবে এবং ট্রেনিং এর বিষয়ে কেবলমাস নির্ধারিত ট্রেইনার সকল সিদ্ধান্ত গ্রহন করবেন, ট্রেইনার ব্যাতীত অন্য কেউ কোনরূপ হস্তক্ষেপ করতে পারবে না।
৭. কাউন্সিল মিটিংয়ে ট্রেইনী চিকিৎসকদের মধ্যে কমপক্ষে ২ জন প্রতিনিধি রাখতে হবে।