মাঙ্কিপক্স সংক্রমণের শঙ্কায় শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

ডক্টর টিভি রিপোর্ট
2024-08-17 19:43:00
মাঙ্কিপক্স সংক্রমণের শঙ্কায় শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর

‘মাঙ্কিপক্স’ সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োজিত করা হয়েছে।

 

শনিবার (১৭ আগস্ট) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে হবে। মাঙ্কিপক্স লক্ষণযুক্ত কোনও যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে  বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

এছাড়া, বাংলাদেশে আসার ২১ দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কিপক্স লক্ষণগুলি দেখা দিলে ১০৬৫৫ নম্বরে কল করতেও অনুরোধ করা হয়।


আরও দেখুন: