মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি
অনলাইন ডেস্ক
2024-08-15 10:44:00
মাঙ্কিপক্স (এমপক্স)
উদ্বেগজনক হারে মাঙ্কিপক্স (এমপক্স) ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশগুলোতে। এ কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্রঃ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত দুই বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে ২০২২ সালে এর প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
শুরুতে কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে।